Welcome To Our Website, United Friends Circle (UFC).
আমরা পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহাসিক সমাজ গ্রামে অবস্থিত আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়,সমাজ থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করি। আমরা তাই “এসএসসি ব্যাচ-২০১৩” নামে পরিচিত। আমরা ‘১৩ ব্যাচে যারা ছিলাম, তারা একত্র হয়ে “United Friends Circle (UFC-13)” নামে একটি বন্ধু সংঘঠন প্রতিষ্ঠা করি। এই ওয়েবসাইটটি আমাদের “ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল (ইউএফসি-১৩)”-এর অফিশিয়াল ওয়েবসাইট। ২০১৩ সালের ১৫-ই জুলাই থেকে আমাদের ইউএফসি-১৩ মানবতার কল্যাণের উদ্দেশ্যে প্রাথমিকভাবে যাত্রা শুরু করে।
এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে আমরা তথা ইউএফসি ইতোমধ্যেই নিজেদেরকে নিয়োজিত করেছে। একট সুশীল ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের ইউএফসি’র এই পথচলা। আমরা আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে সার্বিক সমর্থন ও সহযোগিতা আশা করছি। সকলকে সাথে নিয়ে ইউএফসি-১৩ এলাকার উন্নয়নে কাজ করতে চায়।
মহান আল্লাহ তাওয়ালা আমাদেরকে যেনো সেই তৌফিক দান করেন, আমীন।